রিয়ালে এসে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে ইয়োভিচের

রিয়াল মাদ্রিদ সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্বে এসে নিজেকে ‘সবচেয়ে সুখী মানুষ’ মনে করার কথা জানালেন লুকা ইয়োভিচ। মাদ্রিদের দলটির শিরোপা জয়ে সাহায্য করতে সব রকমের চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন সার্বিয়ান এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 04:26 PM
Updated : 12 June 2019, 04:26 PM

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ছেড়ে ছয় মৌসুমের জন্য রিয়ালে যোগ দেওয়া ইয়োভিচকে বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

রিয়ালকে বেছে নেওয়ার জন্য ২১ বছর বয়সী এই স্ট্রাইকারকে অনুষ্ঠানে ধন্যবাদ জানান ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এরপর ইয়োভিচ নিজের লক্ষ্য জানান।

“এই বড় ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পরে নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ মনে করছি আমি।”

“রিয়াল মাদ্রিদকে ট্রফি জিততে সাহায্য করতে আমি আমার সবটুকু দিব।”

রিয়ালের জার্সিতে সবার সামনে আসা ইয়োভিচ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।  জার্সিতে তার নাম থাকলেও কোনো নাম্বার ছিল না।