নেদারল্যান্ডসে আর্চারিতে সেরা ষোলো থেকে বাংলাদেশের বিদায়
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2019 09:29 PM BdST Updated: 12 Jun 2019 09:29 PM BdST
নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপসের পুরুষ দলগত রিকার্ভের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।
সের্টোখোবসে বুধবার এই বিভাগের শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার কাছে ৬-২ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেরা ষোলোয় উঠেছিল রোমান সানা-তামিমুল ইসলাম-হাকিম আহমেদ রুবেলে গড়া দল।
প্রথম সেটে ৫৯-৫৪ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেটেও ৫৯-৫৭ ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় সেটে ৫৬-৫৪ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দল। কিন্তু চতুর্থ সেটে ৫৫-৫০ পয়েন্টের হারে সেরা আটে খেলার আশা শেষ হয়ে যায় রোমান-রুবেলদের।
একই দিনে কম্পাউন্ড পুরুষ এককের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন অসীম কুমার দাস; ইংল্যান্ডের প্রতিযোগীর কাছে ১৪৭-১৩৮ স্কোরে হারেন তিনি।
এই ইভেন্টের মেয়েদের এককেও সুস্মিতা বণিক পেরুতে পারেননি প্রথম রাউন্ড; এস্তোনিয়ার প্রতিপক্ষের কাছে ১৩৭-১৩৪ ব্যবধানে হারেন তিনি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির