জার্মানির গোল উৎসব, ফ্রান্স ও ইতালির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2019 02:40 AM BdST Updated: 12 Jun 2019 03:13 AM BdST
এস্তোনিয়ার জালে গোল উৎসব করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে জার্মানি। আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ইতালি।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বাছাই শুরু করা প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা গত রাউন্ডে বেলারুশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল।
অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত শনিবার তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে যায়।
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফিনল্যান্ডকে হারিয়ে বাছাই শুরু করা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে লিখটেনস্টাইনকে ৬-০ গোলে হারিয়েছিল। আর গত রাউন্ডে গ্রিসের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।
‘আই’ গ্রুপে টানা চতুর্থ জয় পেয়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। তাদের আরেক গোলদাতা কেভিন ডি ব্রুইনে।
মাইন্সের ওপেল অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠায় জার্মানি। দশম মিনিটে ছয় গজ দূরে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন মার্কো রয়েস। সাত মিনিট পর সের্গে জিনাব্রির গোলের পর ২২তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান লেয়ন গোরেটস্কা। ২৬তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকের ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড রয়েস।
৬২তম মিনিটে টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার জিনাব্রি। দলটির শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে।
গ্রুপের আরেক ম্যাচে বেলারুশের মাঠে মাঠে ১-০ গোলে জিতেছে নর্দার্ন আয়ারল্যান্ড।
‘এইচ’ গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা অ্যান্ডোরার মাঠে একাদশ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩০তম মিনিটে বেন ইয়েদের ব্যবধান দ্বিগুণ করার পর বিরতির ঠিক আগে দলের তৃতীয় গোলটি করেন ফ্লোরিয়ান থাউভিন। ৬০তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জুমা।
গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ২-১ গোলে তুরস্ককে এবং আলবেনিয়া ২-০ গোলে মলডোভাকে হারিয়েছে।
ইউভেন্তুস স্টেডিয়ামে ৩২তম মিনিটে এদিন জেকোর গোলে পিছিয়ে পড়া ইতালি দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের জোরালো শটে সমতায় ফেরে। আর ৮৬তম মিনিটে মার্কো ভেরাত্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
‘জে’ গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ড ২-০ গোলে লিখটেনস্টাইনকে এবং আর্মেনিয়া ৩-২ গোলে গ্রিসকে হারিয়েছে।
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত