‘আজারকে ঘিরে দল সাজাতে পারবে রিয়াল’

সম্প্রতি দলে নেওয়া এদেন আজারকে ঘিরে রিয়াল মাদ্রিদ নতুন একটি দল তৈরি করতে পারবে বলে মনে করেন বেলজিয়ান তারকা ফরোয়ার্ডের জাতীয় দলের কোচ রবের্ত মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 07:15 AM
Updated : 11 June 2019, 07:15 AM

গত শুক্রবার পাঁচ বছরের চুক্তিতে চেলসি থেকে আজারকে দলে নেওয়ার কথা জানায় রিয়াল।

২০১২ সালে লিল থেকে চেলসিতে যোগ দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ৩৫২ ম্যাচে ১১০ গোল করেন আজার। আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াল।

তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর কোনো শিরোপার স্বাদ পায়নি স্পেনের দলটি। রিয়ালের ‘নতুন শুরুর’ চাওয়া পূরণে আজার অনুঘটক হতে পারেন বলে বিশ্বাস মার্তিনেসের।

“সে অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। একটা ম্যাচে তার মনোযোগের মধ্যে নিহিত থাকে তা জয়ের বিষয়টি।”

“সে এখন তার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছে এবং তার মতো একজন খেলোয়াড় নিয়ে একটা নতুন প্রকল্প তৈরি করা যেতে পারে।”

“এদেন একজন অসাধারণ ফুটবলার এবং আমি মনে করি, তার ক্যারিয়ারের আরও কিছু নতুন অধ্যায় লেখা হতে পারে। রিয়ালে যাওয়া তার স্বপ্ন ছিল এবং যাওয়াটা তার ক্যারিয়ারের পরবর্তী নিখুঁত পদক্ষেপ।”

চেলসিকে গত মৌসুমের ইউরোপা লিগের শিরোপা এনে দেন আজার। প্রিমিয়ার লিগে দলটির তৃতীয় হওয়াতেও দারুণ ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। রিয়ালে আজারের খেলা দেখতে মুখিয়ে আছেন বলেও জানান মার্তিনেস।