৬ রাউন্ডের লড়াই ২ রাউন্ডেই শেষ করে দিলেন বাংলাদেশের বক্সার সুরো কৃষ্ণ চাকমা।
পোর্তোয় রোববার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গেদেস।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এ নিয়ে ১০ ম্যাচ অপরাজিত রইল পর্তুগাল।
অবশেষে ৬০তম মিনিটে মেলে সাফল্যের দেখা। বের্নার্দো সিলভার কাটব্যাক পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে দলকে এগিয়ে দেন ভালেন্সিয়ার মিডফিল্ডার গেদেস। ৬৬তম মিনিটে মেমফিস ডিপাইয়ের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে ম্যাচে সমতা ফিরতে দেননি গোলরক্ষক রুই পাত্রিসিও।
এদিকে ২০১৬ সালের ইউরো ও গত বছরের রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস শিরোপা লড়াইয়ে হেরে গেলেও ফাইনাল পর্যন্ত তাদের পথচলা নিশ্চিতভাবেই মন কেড়েছে সমর্থকদের।
একই দিন আগের ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায় ইংল্যান্ড।