ফরাসি ওপেনের দ্বাদশ শিরোপা নাদালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2019 10:23 PM BdST Updated: 09 Jun 2019 11:24 PM BdST
আবারও ডমিনিক টিমের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ফরাসি ওপেনে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল।
প্যারিসের রোঁলা গারোঁয় রোববার ফাইনালে নাদালের বিপক্ষে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর যা একটু ইঙ্গিত দিয়েছিলেন টিম। কিন্তু পরের দুই সেটে উড়ে যান সেমি-ফাইনালে বর্তমান বিশ্বসেরা নোভাক জোকোভিচকে হারিয়ে আসা এই অস্ট্রিয়ান।
৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে ট্রফিতে চুমু আঁকেন ‘ক্লে কোর্টের রাজা’। গতবার ফাইনালে টিমকে হারিয়েছিলেন সরাসরি সেটে।
ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে আরও উঁচুতে নিলেন স্প্যানিশ তারকা। ২০০৫ সালে রোঁলা গারোঁয় অভিষেকের পর দ্বাদশ শিরোপা জিতলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের ১১টি শিরোপা জেতা মার্গারেট কোর্টকে ছাড়িয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ১২ বার জিতলেন নাদাল।
সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে আসা ৩৩ বছর বয়সী নাদালের সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হলো ১৮টি।
ট্রফি হাতে নেওয়ার পর উচ্ছ্বসিত নাদাল বলেন, “কী অর্জন করেছি এবং কেমন অনুভব করছি, সেটা আমি ব্যাখ্যা করতে পারছি না। এটা একটা স্বপ্ন।”
“২০০৫ সালে প্রথম খেলতে নামা…কখনই ভাবিনি ২০১৯ সালেও আমি এখানে থাকব। এটা অবিশ্বাস্য একটা মুহূর্ত এবং আমার জন্য খুবই বিশেষ কিছু।”
শনিবার চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভাকে হারিয়ে ফরাসি ওপেনে মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল