আরও ৪ বছর এভাবে খেলে যাবে রোনালদো: পর্তুগাল কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2019 03:10 PM BdST Updated: 09 Jun 2019 03:10 PM BdST
বয়স রোনালদোর ৩৪। আগের গতি কিছুটা হলেও হারিয়েছেন। তবে দারুণ ফর্মে থাকা পর্তুগিজ এই ফরোয়ার্ড কমপক্ষে আরও তিন-চার বছর দেশ আর ক্লাবের হয়ে এভাবে সর্বোচ্চ পর্যায়ের খেলা খেলে যাবেন বলে মনে করেন জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস।
উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৩-১ ব্যবধানের জয়ে কদিন আগে হ্যাটট্রিক করেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
রোববার নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের হয়ে ৮৮ গোল করা রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হন সান্তোস।
“আমি মনে করি, আরও তিন-চার বছর সে খেলা চালিয়ে যাবে।”
“আমি তাকে নিয়ে আর বিস্মিত হই না। তাকে যখন স্পোর্তিংয়ের তরুণ খেলোয়াড় হিসেবে প্রথম দেখেছিলাম, বিস্মিত হয়েছিলাম। ওই সময়ই আমরা তার মেধা এবং সম্ভাবনা দেখেছিলাম।”
২০০৩ সালে স্পোর্তিং ছেড়ে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার অল্প কিছুদিন আগে স্পোর্তিংয়ের দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। এই বয়সেও দুর্দান্ত খেলায় শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ পর্তুগাল কোচ।
“৩৪ বছর বয়সেও সে তার মান ধরে রেখেছে। তার সুনির্দিষ্ট ও দৃঢ় লক্ষ্য আছে…শারীরিকভাবে দুর্দান্ত অবস্থায় আছে।”
“৩৪ বছর বয়সী খেলোয়াড়দের মধ্যে এটা সচারচর দেখা যায় না। প্রতি মৌসুমে সে প্রায় ৫০টি গোল করছে, এরপরও সে খুবই উচ্চাভিলাষী।”
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম