ইউরো বাছাইয়ে জয়ের ধারায় জার্মানি ও ইতালি, ফ্রান্সের হার

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জয়ের ধারায় আছে জার্মানি ও ইতালি। হেরে গেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 09:02 PM
Updated : 8 June 2019, 09:04 PM

শনিবার রাতে বেলারুশকে ২-০ গোলে হারায় জার্মানি। প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছিল।

গ্রিসের মাঠে প্রথমার্ধে তিন গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ইতালি শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জিতে জয়ের ধারা ধরে আছে। নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

বাছাইয়ে প্রথম হারের স্বাদ পেয়েছে ফ্রান্স। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা দলটি তুরস্কের মাঠে হেরেছে ২-০ গোলে।

জয়ের ধারায় জার্মানি

বেলারুসের বরিসভ অ্যারেনায় শনিবার রাতে বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। সতীর্থ জশুয়া কিমিচের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লেরয় সানে। ৬২তম মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করে মার্কো রয়েস।

গ্রুপের অন্য ম্যাচে নর্দান আয়ারল্যান্ড ২-১ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে।

ইতালির টানা দ্বিতীয় জয়

‘জে’ গ্রুপে গ্রিসের মাঠে প্রথমার্ধে তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় ইতালি। ২৩তম মিনিটে ডান পায়ের শটে নিকোলা বারেল্লা দলকে এগিয়ে নেওয়ার পর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। ৩৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লিওনার্দো বোনুচ্চি।

গ্রুপের অন্য ম্যাচে আর্মেনিয়া ৩-০ গোলে লিখটেনস্টাইনকে এবং ফিনল্যান্ড ২-০ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে।

তুরস্কের মাঠে ফ্রান্সের হোঁচট

প্রতিপক্ষের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ইউরোর গতবারের রানার্সআপ ফ্রান্স। ৩০তম মিনিটে কান আইহান তুরস্ককে এগিয়ে নেওয়ার ১০ মিনিট পর জেঙ্গিস উনদার ব্যবধান দ্বিগুণ করেন। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।

গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে। একই ব্যবধানে মলডোভা নিজেদের মাঠে জিতেছে অ্যান্ডোরার বিপক্ষে।