কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

কোপা আমেরিকার আগে বড় এক ধাক্কা খেল ব্রাজিল। কাতারের বিপক্ষে জেতা ম্যাচে পাওয়া চোটে দলটির তারকা ফরোয়ার্ড নেইমার ছিটকে গেছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2019, 07:52 AM
Updated : 6 June 2019, 08:56 AM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কাতারকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারায় ব্রাজিলে। ম্যাচের সপ্তদশ মিনিটে ডান পায়ের গোড়ালির চোটে মাঠ ছাড়েন নেইমার। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার খবর দেয়।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, স্ক্যানের পর দেখা গেছে, নেইমারের গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে।

“চোট গুরুতর হওয়ায় নেইমার ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নেওয়ার জন্য সময়মতো সেরে উঠতে পারবে না।”

সিবিএফ জানিয়েছে, নেইমারের জায়গা পূরণের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বসবেন তারা। দক্ষিণ আমেরিকার ১০ দল এবং আমন্ত্রিত জাপান ও কাতারকে নিয়ে আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা।

চোট জর্জর নেইমার গত কিছুদিন ধরে নানা কারণে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত মাসে ব্রাজিলের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে কলোম্বিয়ার হুয়ান কামিলো সুনিগার মারাত্মক আঘাতে বিশ্বকাপ শেষ হয়েছিল নেইমারের। সেই থেকে একাধিকবার চোটে ভুগেছেন পিএসজির ফরোয়ার্ড। সেবার সেমি-ফাইনালে জার্মানির কাছে নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল উড়ে গিয়েছিল ৭-১ গোলে।

কাতারের বিপক্ষে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়ার এক মিনিট আগে দানি আলভেসের ক্রসে হেডে ব্রাজিলকে এগিয়ে নেন রিশার্লিসন। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।