সেভিয়ার দায়িত্ব পেলেন লোপেতেগি

স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হুলেন লোপেতেগিকে দায়িত্ব দিয়েছে লা লিগার দল সেভিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 01:48 PM
Updated : 4 June 2019, 01:48 PM

পঞ্চম স্থানে থেকে গত মৌসুমের লা লিগা শেষ করা সেভিয়া এক বিবৃতিতে লোপেতেগিকে আগামী তিন মৌসুমের জন্য দায়িত্ব দেওয়ার কথা জানায়। গত মার্চ থেকে সেভিয়া চলছিল অন্তর্বর্তীকালীন কোচ হুয়াকিন কাপারোসের অধীনে।

রাশিয়া বিশ্বকাপ শুরুর দুই দিন আগে লোপেতেগি স্পেন দলের কোচ থাকা অবস্থায় রিয়াল নিজেদের কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছিল। ওই ঘটনার পরের দিন স্পেন ফুটবল ফেডারেশন তাকে বরখাস্ত করে।

রিয়ালেও সময়টা ভালো কাটেনি লোপেতেগির। দায়িত্ব পাওয়ার পাঁচ মাসের মাথায় ব্যর্থতার দায়ে ছাঁটাই হন ৫২ বছর বয়সী এই কোচ। তার অধীনে লা লিগায় ১০ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিল রিয়াল। হেরেছিল চার ম্যাচে। দুই ম্যাচ করেছিল ড্র।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলে উড়ে যাওয়ার পর রিয়াল কতৃপক্ষ লোপেতেগিকে ছাঁটাই করে দেয়।