শুরুর গোল সবকিছু কঠিন করে দিয়েছিল: পচেত্তিনো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2019 04:48 AM BdST Updated: 02 Jun 2019 04:52 AM BdST
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল টটেনহ্যাম হটস্পার। জিতলে লেখা হতো আরেকটি প্রথমের গল্প। লিভারপুলের কাছে তাদের পরাজয়ে তা না হলেও দল নিয়ে গর্বিত দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।
Related Stories
মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার শিরোপা লড়াইয়ে ২-০ গোলে হারে টটেনহ্যাম। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে এলোমেলো হয়ে যাওয়া পচেত্তিনোর দল শেষ দিকে হজম করে আরেকটি।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দল নিয়ে গর্বিত পচেত্তিনো জানালেন শুরুর গোলটাই তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল।
“আমি ছেলেদের প্রচেষ্টায় এবং আমরা যেভাবে লড়াই করেছি তা নিয়ে গর্বিত। আমরা দূর্ভাগা, পেনাল্টি থেকে একটা গোল খেলাম। আমরা লড়াই করেছিলাম এবং দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছিলাম।”
“শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়াটা কঠিন। আমরা পরিকল্পনা বদলেছিলাম কিন্তু হয়নি। তবে আমরা খেলোয়াড় এবং সমর্থকদের নিয়ে গর্বিত।”
“পেনাল্টির ওই পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি বা প্রস্তুত ছিলাম না। আপনি আসলে কখনই বিশ্বাস করতে পারবেন না যে এক মিনিটের মধ্যে ১-০ গোলে পিছিয়ে পড়বেন। মানসিকভাবে এটা ছিল খুবই কঠিন। এটা শেখা এবং অভিজ্ঞতার বিষয়। যেমন লিভারপুল গতবার এই অবস্থায় ছিল।”
চ্যাম্পিয়ন লিভারপুলকে অভিনন্দন জানিয়ে আবারও ফাইনালের মঞ্চে ওঠার আশাবাদ ব্যক্ত করেন পচেত্তিনো।
“এই খেলোয়াড়দের দায়িত্বে থেকে আমি খুবই খুশি। লিভারপুলকে অভিনন্দন। এটা চেষ্টা ও বিশ্বাস করে যাওয়ার বিষয়।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি