ব্যাংককে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের

জোড়া গোল করলেন তৌহিদুল আলম সবুজ। জালের দেখা পেলেন আরিফুর রহমান। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 04:49 PM
Updated : 1 June 2019, 04:49 PM

ব্যাংককের লিও স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাই লিগের দ্বিতীয় বিভাগের দল বিজি পাথুম ইউনাইটেড এফসিকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে গত মঙ্গলবার এয়ার ফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে ১-১ ড্র করেছিল জেমি ডের দল।
 
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের মধ্যে তিন গোল করে বাংলাদেশ। ৬৮তম মিনিটে সবুজ দলকে এগিয়ে নেওয়ার পর ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরিফুর। তিন মিনিট পর সবুজ ফের লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
 
২০২২ সালের কাতার বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম পর্বে লাওসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ। থাইল্যান্ডে ১০ দিনের প্রস্তুতি শেষ করে আগামী ৩ জুন লাওসের পথে রওনা দেবে দল।
 
আগামী ৬ জুন লাওসের মাঠে বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দুই দলের ফিরতি পর্বের ম্যাচ।