২০২২ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চিত মেসি

আগামী বিশ্বকাপে খেলবেন কিনা নিশ্চিত নন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 02:44 PM
Updated : 1 June 2019, 02:49 PM

২০০৫ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর চারটি বিশ্বকাপ খেলেছেন মেসি। ২০১৪ সালে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে শেষ হয় শিরোপা স্বপ্ন। ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তারকা এই ফরোয়ার্ড।

“আগামী বিশ্বকাপে থাকব কিনা তা আমি জানি না। আমার শরীর খেলার মতো অবস্থায় থাকে কিনা তা আমাকে দেখতে হবে।”

২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৬ বছর। তখন ফিটনেস কেমন থাকবে তা নিয়ে সন্দিহান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

“আজ আমি দারুণ অনুভব করছি, শারীরিকভাবে খুব ভালো, কিন্তু আমার বয়স প্রায় ৩২ বছর। আর আমি জানি না ভবিষ্যতে আমার কেমন কাটবে।”

“অনেক কিছুই ঘটতে পারে। আমি আশা করি, আমি বড় কোনো চোটে পড়ব না।”