নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন স্প্যানিশ এই ফুটবলার।
গত বছর জুলাইয়ে চেলসি থেকে বহিষ্কার হওয়ার পর ইতালির অন্যতম সফল এই ক্লাব দিয়েই কাজে ফিরছেন ৪৯ বছর বয়সী কোন্তে।
স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের ক্যারিয়ারে একটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিলেন তিনি। তবে ২০১৬-১৭ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর চেলসি লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় চাকরি হারাতে হয় কোন্তেকে। এর আগে ইউভেন্তুসের হয়ে টানা তিন মৌসুমে সেরি আ জয়ের কীর্তি আছে তার।
স্পাল্লেত্তির অধীনে এবারের সেরি আয় চতুর্থ হয়ে মৌসুম শেষ করেছে ইন্টার। জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।