ইন্টারের কোচ হলেন কোন্তে

ইন্টার মিলানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তোনিও কোন্তে। ছাঁটাই হওয়া আরেক ইতালিয়ান লুচানো স্পাল্লেত্তির উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 10:49 AM
Updated : 31 May 2019, 10:49 AM

গত বছর জুলাইয়ে চেলসি থেকে বহিষ্কার হওয়ার পর ইতালির অন্যতম সফল এই ক্লাব দিয়েই কাজে ফিরছেন ৪৯ বছর বয়সী কোন্তে।

স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের ক্যারিয়ারে একটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিলেন তিনি। তবে ২০১৬-১৭ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর চেলসি লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় চাকরি হারাতে হয় কোন্তেকে। এর আগে ইউভেন্তুসের হয়ে টানা তিন মৌসুমে সেরি আ জয়ের কীর্তি আছে তার।

স্পাল্লেত্তির অধীনে এবারের সেরি আয় চতুর্থ হয়ে মৌসুম শেষ করেছে ইন্টার। জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।