ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে সবচেয়ে দামি রিয়াল

ফোর্বস সাময়িকীর হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2019, 10:55 AM
Updated : 30 May 2019, 10:55 AM

দুই বছর আগে ইংলিশ ক্লাব ইউনাইটেডের কাছেই শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল। বুধবার প্রকাশিত এই তালিকা অনুযায়ী গত বছর টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্প্যানিশ ক্লাবটির মূল্য ৪২৪ কোটি ডলার, যা গত বছরের থেকে ৯ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় স্থানে থাকা আরেক স্প্যানিশ ক্লাব ও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার মূল্য ৪০০ কোটি ডলার। আর গত দুই বছর শীর্ষে থাকা ইউনাইটেড ৩৮০ কোটি ডলার মূল্য নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মূল্য ৩০০ কোটি ডলার। আর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মূল্য ২৬৯ কোটি ডলার। এ মৌসুমে ঘরোয়া ‘ট্রেবল’ জয়ী ইংল্যান্ডের ক্লাবটি আছে পঞ্চম স্থানে।

এই তালিকায় শীর্ষ ১০ ক্লাবের ছয়টিই ইংল্যান্ডের। বুধবার আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ জেতা চেলসি (২৫৮ কোটি ডলার) আছে ষষ্ঠ স্থানে। এরপর আছে ইংল্যান্ডেরই অন্য তিন ক্লাব, আর্সেনাল (২২৭ কোটি ডলার), লিভারপুল (২১৯ কোটি ডলার) ও টটেনহ্যাম হটস্পার (১৬২ কোটি ডলার)।

এবার টানা অষ্টমবারের মতো সেরি আ চ্যাম্পিয়ন হওয়া ইউভেন্তুস ১৫১ কোটি ডলার মূল্য নিয়ে আছে দশম স্থানে।