বিদায়ী উপহার হিসেবে ইউরোপা লিগ শিরোপা চান আজার

চলতি বছরের গ্রীষ্মকালীন দল-বদলে চেলসি ছাড়লে, ইউরোপা লিগের শিরোপা জয় উপযুক্ত বিদায়ী উপহার হবে বলে জানিয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড এদেন আজার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 11:41 AM
Updated : 28 May 2019, 11:41 AM

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রতিযোগিতার ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন রয়েছে আজারের। এরই মধ্যে তিনি দলকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন; তবে জনসম্মুখে তা খোলাসা করেননি। আজারবাইজানের বাকুতে ইউরোপা লিগের ফাইনালের পর তার ভবিষ্যৎ স্পষ্ট হবে।

শিরোপা জিতেই চলতি মৌসুমটা শেষ করতে চান ২৮ বছর বয়সী এই উইঙ্গার।

“এটা একটা ইউরোপিয়ান প্রতিযোগিতা, তাই আমার জন্য, ক্লাবের জন্য, কোচের জন্য, সমর্থকদের জন্য, এটা গুরুত্বপূর্ণ।”

“যখন আপনি একটা ফাইনালে খেলেন, এটা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ অথবা লিগ কাপ সেটা কোনো ব্যাপার নয়। আপনি শুধু জিততেই চান, আপনি শুধু শিরোপাটা ঘরে তুলতে এবং তা উদযাপন করতে চান।”

“আমরা ইএফএল কাপের ফাইনাল হারলাম, তাই মৌসুম শেষে আমরা এই ট্রফিটাই জেতার চেষ্টা করতে পারি।”

ব্যক্তি সাফল্যের চেয়ে দলগত সাফল্যে বেশি গুরুত্ব দিচ্ছেন আজার।

“আমি শুধু ট্রফিটা জিততে চাই, এ পর্যন্তই। ফাইনালে আমি গোল করি বা না করি তাতে কিছু আসে যায় না। যদি এটা আমার শেষ ম্যাচ হয়, আমি ট্রফিটা ঘরে তুলতে চাইব।”

“এটা কি একটা উপযুক্ত বিদায়ী উপহার হবে ? হ্যাঁ।”

২০১২ সালে লিল থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আসা আজার এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে চেলসির হয়ে ৩৫১ ম্যাচে করেছেন ১০৮ গোল। দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন একটি এফএ কাপ ও একটি লিগ কাপ।