নব উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রিয়ালের আসেনসিও

হতাশাজনক চলতি মৌসুমের পর আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে সংকল্পের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে প্রতিটি শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়তে চান স্প্যানিশ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 01:06 PM
Updated : 23 May 2019, 01:06 PM

অধিকাংশ ক্লাব সতীর্থের মতোই চলতি মৌসুমটা বাজে কেটেছে আসেনসিওর। সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচ খেলে করেছেন মোটে ৬ গোল, অবদান রেখেছেন সতীর্থদের ৭টি গোলে।

২০১৬ সালে ইউরোপিয়ান সুপার কাপে সেভিয়ার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক আসেনসিওর। এরপর থেকে ধারাবাহিকভাবে ভালো খেলা এই তরুণ ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে চলতি মৌসুমে দলের আক্রমণভাগে বড় অবদান রাখবেন বলে মনে করা হচ্ছিল। আগামী মৌসুমে প্রত্যাশা পূরণে আশাবাদী ২৩ বছর বয়সী আসেনসিও।

“নানা সমস্যায় ভরা কঠিন একটা মৌসুম শেষ হয়েছে।”

“আমরা আমাদের উন্নতি ঘটাব, নিজেদের আরও ভালো করে তুলব এবং আমাদের পুরোটাই দেব যেন আগামী মৌসুমে মাদ্রিদের সমর্থকরা তাদের দলের খেলা উপভোগ করতে পারে।”

“নতুন উদ্যমে প্রতিটি শিরোপার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব বলে কথা দিচ্ছি। মাদ্রিদ সবসময় ফিরে আসে।”