কাতার বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা বাতিল

২০২২ সালে হতে যাওয়া কাতার বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 07:54 PM
Updated : 22 May 2019, 07:54 PM

গত বছরের শুরুতে ৩২ দলের বদলে ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। পরে গত অক্টোবরে কাতার বিশ্বকাপও ৪৮ দল নিয়ে করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সেক্ষেত্রে কাতারের সঙ্গে অন্য দেশকেও আয়োজক করার প্রয়োজন হতো। তবে পুরো বিষয়টি পর্যালোচনা করে তা ‘সম্ভব নয়’ বলে বুধবার জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

২০১০ সালের ভোটে প্রায় ২৫ লাখ মানুষের দেশ কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়।