শেখ জামালের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 04:16 PM
Updated : 22 May 2019, 04:16 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৪-০ গোলে জিতেছে শেখ জামাল। লিগের প্রথম পর্বে দুই দল ২-২ ড্র করেছিল।

প্রথমার্ধে শেখ জামালকে আটকে রাখতে পারা রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে একের পর এক গোল খেতে থাকে। ৭৩তম মিনিটে আলি হোসেনকে ডি-বক্সের মধ্যে সাজন মিয়া ফাইল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিকে দলকে এগিয়ে নেন সলোমন কিং। ৮২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান এমিল সাম্বো। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শাখাওয়াত হোসেন রনি।

১৫ ম্যাচে চতুর্থ জয় পাওয়া শেখ জামালের পয়েন্ট ১৮। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১৫।

বুধবার অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ ড্র করা মোহামেডান ১৫ ম্যাচে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-১ ড্রয়ে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ।