ম্যানচেস্টার সিটি ছাড়লেন অধিনায়ক কোম্পানি

ম্যানচেস্টার সিটি ছাড়লেন দলটির অধিনায়ক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। নিজের সাবেক ক্লাব আন্ডারলেখটে একই সঙ্গে খেলোয়াড় ও কোচের দায়িত্ব পালন করতে চুক্তিবদ্ধ হয়েছেন বেলজিয়ান এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 11:40 AM
Updated : 19 May 2019, 12:24 PM

নিজ দেশের ক্লাব আন্ডারলেখটের সঙ্গে ৩ বছরের একটি চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী কোম্পানি। ক্লাবটির হয়ে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলে রক্ষণ সামলানোর পাশাপাশি পাঁচটি গোলও করেন তিনি।

শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে এফএ কাপের ফাইনালকে সিটিতে নিজের শেষ ম্যাচ বলে রোববার জানান কোম্পানি। সিটির হয়ে ১১ বছরে চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ ও চারটি লিগ কাপ শিরোপা জিতেছেন তিনি। ২০০৮ সালে যোগ দেওয়ার তিন বছর পর পান অধিনায়কের দায়িত্ব।

ফেসবুকে এক খোলা চিঠিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন কোম্পানি।

“এটা এখন পর্যন্ত আমার নেওয়া সবচেয়ে আবেগপূর্ণ কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত। পরবর্তী সোনালী প্রজন্মের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।”

“ম্যান সিটি আমাকে সব কিছুই দিয়েছে। যতটা পারি আমি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।”

“এখন আমার যাওয়ার সময় হয়েছে। … কৃতজ্ঞতা ছাড়া আমি কিছুই অনুভব করছি না। খুব অসাধারণ একটা ক্লাবে, দারুণ এক পথচলায় যারা আমাকে সমর্থন করেছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ।”