ইউভেন্তুস ছাড়ছেন আল্লেগ্রি

চলতি মৌসুম শেষে ইউভেন্তুসের কোচের দায়িত্ব ছাড়ছেন ইতালিয়ান কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2019, 11:53 AM
Updated : 17 May 2019, 11:53 AM

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ক্লাবটি। গত কয়েক দিনে আল্লেগ্রির ভবিষ্যৎ নিয়ে তার ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। এরপরই এই সিদ্ধান্তের কথা জানায় ইউভেন্তুস। ২৬ মে সাম্পদোরিয়ার বিপক্ষে সেরি আর ম্যাচে শেষ বারের মতো ইউভেন্তুস ডাগ আউটে থাকবেন আল্লেগ্রি।

এসি মিলানের সাবেক এই কোচ ২০১৪ সালে ইউভেন্তুসে আন্তোনিও কোন্তের স্থলাভিষিক্ত হন। তার অধীনে গত চার মৌসুমের প্রতিটিতে সেরি আ ও ইতালিয়ান কাপ জিতেছে তুরিনের ক্লাবটি। এই সময়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছে তারা।

তবে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আয়াক্সের কাছে হারের পাশাপাশি ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় ইউভেন্তুস। তবে সেরি আয় টানা অষ্টম বারের মতো শিরোপা ঘরে তোলে তারা।