বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ ড্র করে শেখ জামাল।
দশম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বুর ডি-বক্সে ঢুকে নেওয়া শট ফিস্ট করে ফেরান মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক ওমর ফারুক লিংকন। তবে আট মিনিট পর সলোমন কিংয়ের আর হেড ফেরাতে পারেননি।
৩০তম মিনিটে সমতায় ফেরে লিগের প্রথম পর্বে শেখ জামালকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া মুক্তিযোদ্ধা সংসদ। হাবিবুর রহমানের থ্রো ইনে একজন হেড করার পর জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর ভলি জাল খুঁজে পায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না শেখ জামাল। ৪৮তম মিনিটে সলোমন কিংয়ের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৫৫তম মিনিটে গাম্বিয়ার আরেক ফরোয়ার্ড এবু কাতেনের হেডও উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
৭৬তম মিনিটে বালো ফামুসার হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান শেখ জামাল গোলরক্ষক সামিয়ুল ইসলাম মাসুম।
১৪ ম্যাচে তিন জয় ও ছয় ড্রয়ে ১৫ পয়েন্ট শেখ জামালের। চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট মুক্তিযোদ্ধা সংসদের।
বৃহস্পতিবার অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তলানির দল টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। ১৪ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট তাদের।
ম্যাচের চতুর্থ মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড জকিরভ ওতাবেক। ৩৪তম মিনিটে ওতাবেকের কর্নারে কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা হেডে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান আলেসান্দ্রো চেলিন।