রোমার মাঠে হেরেই গেল ইউভেন্তুস

মৌসুমের শেষ ভাগে এসে খেই হারানো ইউভেন্তুস টানা দুই ড্রয়ের পর এবার হেরে গেছে। সেরি আয় আগেই শিরোপা নিশ্চিত করা দলটির বিপক্ষে শেষ দিকের দুই গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 08:24 PM
Updated : 12 May 2019, 08:41 PM

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ২-০ গোলে হারে টানা আটবারের চ্যাম্পিয়নরা। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে মারিও মানজুকিচের একমাত্র গোলে রোমাকে হারিয়েছিল ইউভেন্তুস।

সেরি আয় গত দুই রাউন্ডে ইন্টার মিলান ও তোরিনোর কাছে পয়েন্ট হারিয়েছিল আল্লেগ্রির শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে এটা তাদের তৃতীয় পরাজয়। এ সময়ে তিনটিতে ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি।

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা ইউভেন্তুস প্রথমার্ধে তিনটি ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু গোলরক্ষক আন্তোনিও মিরান্তেকে পরাস্ত করতে পারেনি তারা। ষষ্ঠ মিনিটে হুয়ান কুয়াদরাদোর প্রচেষ্টা রুখে দেওয়ার ১০ মিনিট পর পাওলো দিবালার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ইতালিয়ান গোলরক্ষক।

দুই মিনিট পর ইতালিয়ান মিডফিল্ডার লরেন্সো পেল্লেগ্রিনির শট পোস্টে বাধা পেলে বেঁচে যায় ইউভেন্তুস। ২৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার আরেকটি জোরালো শটও ঠেকিয়ে দেন মিরান্তে। বল তার হাতে লেগে পোস্টে বাধা পায়।

৬৬তম মিনিটে এমরে কানের শট পা দিয়ে ঠেকিয়ে অতিথিদের আবারও গোলবঞ্চিত করেন মিরান্তে। পরের মিনিটে পাল্টা আক্রমণে ইতালিয়ান ফরোয়ার্ড স্তেফান এল শারাউইয়ের জোরালো শটে শেষ মুহূর্তে হাত ছুঁইয়ে বল ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

৭৯তম মিনিটে গোল খেয়ে বসে ইউভেন্তুস। এদিন জেকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি।   

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বসনিয়ার ফরোয়ার্ড জেকোর গোলে হার নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের। দারুণ এক পাল্টা আক্রমণে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জোরালো শটে আসরে নিজের নবম গোলটি করেন বসনিয়ার ফরোয়ার্ড জেকো।

আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া ইউভেন্তুসের অর্জন ৩৬ ম্যাচে ২৮ জয় ও পাঁচ ড্রয়ে ৮৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৭৬।