ইপিএলের গোল্ডেন বুট সালাহ-মানে-আউবামেয়াংয়ের
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2019 01:39 AM BdST Updated: 13 May 2019 01:39 AM BdST
এবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের ভাগীদার লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানে এবং আর্সেনালের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
২২ গোল নিয়ে আগে থেকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সালাহ লিগের শেষ দিনে রোববার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জালের দেখা পাননি। লিভারপুলের ২-০ ব্যবধানে জয়ে দুই গোলই করেন তার সতীর্থ মানে।
সেনেগালের ফরোয়ার্ড মানের মতো ২০ গোল নিয়ে শেষ ম্যাচ খেলতে নামেন আউবামেয়াং। বার্নলির বিপক্ষে আর্সেনালের ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে দুই গোল করে তিনিও যৌথভাবে উঠে আসেন শীর্ষে।
তিন জনের গোল সমান হলেও সতীর্থদের দিয়ে গোল করানোয় অবশ্য এগিয়ে আছেন সালাহ। মিশরের ফরোয়ার্ডের অ্যাসিস্ট ৮টি, আউবামেয়াংয়ের ৫টি ও মানের একটি।
শেষ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-১ গোলে উড়িয়ে লিগের মুকুট ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ে এক গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো সব মিলিয়ে ২১ গোল নিয়ে শেষ করলেন লিগ।
টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট পেলেও সিটির সঙ্গে এক পয়েন্টের ব্যবধান না ঘোঁচায় লিগ শিরোপার স্বাদ পাওয়া হয়নি সালাহর। গত আসরে রেকর্ড ৩২ গোল করা এই স্ট্রাইকার স্কাই স্পোর্টসকে ম্যাচ শেষে জানান আগামী মৌসুমের লক্ষ্য।
“মৌসুমে আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি। আমরা সবটুকু নিংড়ে দিয়েছিলাম। ৯৭ পয়েন্ট পেলাম আমরা। পরের মৌসুমে আমরা শিরোপার জন্য লড়ব।”
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা