সোসিয়েদাদের কাছে আবারও হারল রিয়াল

মৌসুমজুড়ে বারবার পথ হারানো রিয়াল মাদ্রিদ আবার হোঁচট খেয়েছে। শুরুতে এগিয়ে যাওয়ার পর তিন গোল খেয়ে রিয়াল সোসিয়েদাদের মাঠেও হেরেছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 06:47 PM
Updated : 12 May 2019, 06:57 PM

লা লিগায় রোববার ৩-১ গোলে হেরেছে রিয়াল। গত জানুয়ারিতে লিগের প্রথম পর্বেও নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন ব্রাহিম দিয়াজ।

২৬তম মিনিটে উইলিয়ান জোসের ব্যাকহিল থেকে পাওয়া বল সহজে জালে জড়িয়ে সোসিয়েদাদকে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো।

৩৮তম মিনিটে জোসের শট ভায়েহো হাত দিয়ে আটকে লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। পেনাল্টি পায় সোসিয়েদাদ। কিন্তু জোসের স্পট কিক ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া।

নিজেদের মাঠে দারুণ আক্রমণাত্মক খেলা সোসিয়েদাদ এগিয়ে যায় ৫৭তম মিনিটে। সতীর্থের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ইয়োসেবা সালদুয়া। পিছিয়ে পড়ে যেন খেই হারিয়ে ফেলে রিয়াল।

৬৭তম মিনিটের গোলে রিয়ালকে আরও কোণঠাসা করে ফেলে সোসিয়েদাদ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সতীর্থের বাড়ানো বল ধরে মিকেল ওইয়ারসাবালের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন আনদের বাররেনেচেয়া।

শেষ দিকে ভিনিসিউস জুনিয়র গোলের সুযোগ নষ্ট করলে আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের। ১১তম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

৩৭ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জিদানের দল।

রোববার অন্য ম্যাচে গেতাফের মাঠে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। আগেই লিগ শিরোপা ঘরে তোলা এরনেস্তো ভালভেরদের দলের ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে পয়েন্ট ৮৬।

নিজেদের মাঠে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।