নেইমারের নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2019 10:58 PM BdST Updated: 11 May 2019 11:22 PM BdST
টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন নেইমার। আনহেল দি মারিয়ার গোলে রাখলেন অবদান। তাতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল পিএসজি।
অঁজির মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে লিগ ওয়ানে ২-১ গোলে জিতেছে আগেই শিরোপা শিরোপা নিশ্চিত করা পিএসজি। অগাস্টে লিগে প্রথম দেখায় দলটিকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছিল টমাস টুখলের দল।
মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারানো পিএসজি লিগের শেষ ছয় ম্যাচে এ নিয়ে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেল।
প্রথম ১৭ মিনিটের মধ্যে দুটি ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু কাজে লাগাতে পারেনি। খেলার ধারার বিপরীতে ২০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার আলভেসের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন নেইমার। চলতি লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি পঞ্চদশ গোল।
৫৮তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে দি মারিয়াকে চিপ করেন নেইমার। আর হেডে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেইমারকে তুলে নেন কোচ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটাই শেষ ম্যাচ হয়ে থাকল তার। রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী সোমবার থেকে তা কার্যকর হবে।
৩৬ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৮। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬৯।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’