রহমতগঞ্জকে আবারও হারাল সাইফ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2019 09:12 PM BdST Updated: 10 May 2019 09:59 PM BdST
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের দ্বিতীয় পর্বও সাইফ শুরু করল রহমতগঞ্জকে হারিয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতে সাইফ স্পোর্টিং। লিগের প্রথম পর্বেও একই ব্যবধানে জিতেছিল দলটি।
প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় সাইফ স্পোর্টিং। দ্বাদশ মিনিটে ইয়াসিন আরাফাতের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক জামাল ভূইয়া।
৫৫তম মিনিটে ম্যাচে ফেরে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো রহমতগঞ্জ। ডিফেন্ডাররা বল পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়ার পর ডি বক্সের মধ্যেই বল পেয়ে যান ল্যান্ডিং ডারবোয়ে। গাম্বিয়ার এই ফরোয়ার্ডের জোরালো শট সতীর্থ এনামুল হোসেনের গায়ে লেগে জালে জড়ায়। কিন্তু বাকিটা সময়ে সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ।
১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং। পঞ্চম হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১২।
শুক্রবার প্রথম ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারানো মোহামেডান অবনমন অঞ্চল থেকে একটু ওপরে উঠে এসেছে। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে আছে দলটি।
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ