১১ ম্যাচ পর জয়ে ফিরল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2019 06:10 PM BdST Updated: 10 May 2019 08:15 PM BdST
টিম বিজেএমসিকে হারিয়ে এবারের লিগ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর পথ হারাল দলটি। ১১ ম্যাচে ৩ ড্র ও আট হারের পর বিজেএমসিকে হারিয়েই অবশেষে জয়ে ফিরেছে মোহামেডান।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে মোহামেডান। গত জানুয়ারিতে বিজেএমসিকে একই ব্যবধানে হারিয়ে লিগ শুরু করেছিল তারা।
অবনমন অঞ্চলে থেকে লিগের দ্বিতীয় পর্ব শুরু করা দুই দলের লড়াইয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিজেএমসি। ইঙ্গিত দেয় প্রথম পর্বের হারের প্রতিশোধ নেওয়ার। সতীর্থের লম্বা কিকের পর অফসাউডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক।
১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার উরিয়ু নাগাতা সফল স্পট কিকে সমতায় ফেরে মোহামেডান। বল নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়া মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৬১তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। প্রতিপক্ষের এক খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গালিব নেওয়াজ তড়িৎ টোকায় তা বাড়ান দিয়াবাতের উদ্দেশে। গোলরক্ষক এগিয়ে এলেও আটকাতে পারেননি মালির এই ফরোয়ার্ডের শট।
এ গোলেই শেষ পর্যন্ত মোহামেডানের দ্বিতীয় জয় এনে দেয়। অবনমন অঞ্চল থেকেও তুলে দেয় একটু ওপরে। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে আছে মোহামেডান। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে বিজেএমসি।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল