১১ ম্যাচ পর জয়ে ফিরল মোহামেডান

টিম বিজেএমসিকে হারিয়ে এবারের লিগ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর পথ হারাল দলটি। ১১ ম্যাচে ৩ ড্র ও আট হারের পর বিজেএমসিকে হারিয়েই অবশেষে জয়ে ফিরেছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 12:10 PM
Updated : 10 May 2019, 02:15 PM

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে মোহামেডান। গত জানুয়ারিতে বিজেএমসিকে একই ব্যবধানে হারিয়ে লিগ শুরু করেছিল তারা।

অবনমন অঞ্চলে থেকে লিগের দ্বিতীয় পর্ব শুরু করা দুই দলের লড়াইয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিজেএমসি। ইঙ্গিত দেয় প্রথম পর্বের হারের প্রতিশোধ নেওয়ার। সতীর্থের লম্বা কিকের পর অফসাউডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক।

১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার উরিয়ু নাগাতা সফল স্পট কিকে সমতায় ফেরে মোহামেডান। বল নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়া মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬১তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। প্রতিপক্ষের এক খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গালিব নেওয়াজ তড়িৎ টোকায় তা বাড়ান দিয়াবাতের উদ্দেশে। গোলরক্ষক এগিয়ে এলেও আটকাতে পারেননি মালির এই ফরোয়ার্ডের শট।

এ গোলেই শেষ পর্যন্ত মোহামেডানের দ্বিতীয় জয় এনে দেয়। অবনমন অঞ্চল থেকেও তুলে দেয় একটু ওপরে। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে আছে মোহামেডান। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে বিজেএমসি।