সুয়ারেসের হাঁটুতে অস্ত্রোপচার

হাঁটুতে অস্ত্রোপচারের কারণে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেসকে ছয় সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 09:24 AM
Updated : 10 May 2019, 10:34 AM

শুক্রবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, সুয়ারেসের ডান হাঁটুতে চোট ছিল। সেখানে অস্ত্রোপচার করায় চার থেকে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। লা লিগায় এইবার ও গেতাফের বিপক্ষে মৌসুমের অবশিষ্ট দুই ম্যাচে এবং ২৫ মে ভালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলতে পারবেন না উরুগুয়ের এই ফুটবলার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৪৯ ম্যাচে ২৫ গোল করেছেন ৩২ বছর বয়সী সুয়ারেস।

সুয়ারেসের চোট নিয়ে দুশ্চিন্তায় থাকবে তার দেশ উরুগুয়েও। ১৪ জুন ব্রাজিলে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে উরুগুয়ের সঙ্গে আছে জাপান, একুয়েডর ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরের বিপক্ষে খেলবে অস্কার তাবারেসের দল।