ইউরোপা লিগের ফাইনালে আর্সেনাল-চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2019 02:53 AM BdST Updated: 10 May 2019 03:23 PM BdST
ম্যাচের শুরুতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিল ভালেন্সিয়া। তবে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে ফিরতি লেগেও জিতে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। আরেক সেমি-ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে টাইব্রেকারে হারিয়েছে চেলসি।
স্প্যানিশ ক্লাবটির মাঠে বৃহস্পতিবার রাতে শেষ চারের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছিল আর্সেনাল।
একই সময়ে শুরু হওয়া চেলসি ও আইনট্রাখটের মধ্যে সেমি-ফাইনালের আরেক ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পায় মাওরিসিও সাররির দল।
প্রথম লেগের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামা ভালেন্সিয়ার শুরুটা হয়েছিল দারুণ। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে রদ্রিগোর দূরের পোস্টে বাড়ানো বল ফাঁকায় পেয়ে স্লাইড করে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো।
ম্যাচে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি। ছয় মিনিট পরেই আউবামেয়াংয়ের দারুণ গোলে সমতায় ফেরে আর্সেনাল। সতীর্থের হেডের পর বল বুক দিয়ে ডি-বক্সে বাড়িয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দুই লেগ মিলে ব্যবধান বাড়িয়ে ফাইনালের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। বাঁ দিক থেকে লুকাস তররেইরার পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান আলেকসঁদ লাকাজেত।
৫৮তম মিনিটে গামেইরোর দ্বিতীয় গোলে ভালেন্সিয়ার ফিকে হয়ে যাওয়া নতুন করে জাগে। তবে ৬৯তম মিনিটে আউবামেয়াং আবারও লক্ষ্যভেদ করলে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে স্বাগতিকরা। ম্যাচে ৩-২ ও দুই লেগ মিলে ৬-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল।
আর ৮৮তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের পাস পেয়ে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন আউবামেয়াং। মৌসুমে গ্যাবনের এই ফরোয়ার্ডের মোট গোল হলো ২৯টি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বসনিয়ার ফরোয়ার্ড লুকা ইয়োভিচের গোলে ম্যাচে ফেরে ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হওয়ায় রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগে। তবে বাকি সময়ে ও অতিরিক্ত সময়ে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জিতে চেলসি।
আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও আর্সেনাল।
ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতায় এবারই প্রথম কোনো এক দেশের চারটি দল ফাইনালে উঠলো।
আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার।
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
-
চোটে ছিটকে গেলেন দীর্ঘদিন পর ফেরা হেমন্ত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা