শেষ দিকের গোলে শেখ রাসেলের জয়

পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 04:02 PM
Updated : 9 May 2019, 04:05 PM

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে শেখ রাসেল। গত জানুয়ারিতে লিগের প্রথম পর্বে আরামবাগকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে যায় আরামবাগ। সতীর্থের ফ্রি কিক থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন জাহিদ হাসান।

৭০তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি শেখ রাসেলের। অবশেষে ৮৬তম মিনিটে সতীর্থের ফ্রি কিকের পর গোলমুখ থেকে হেডে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দি সিলভা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি বক্সের জটলার ভেতর থেকে বাইসাইকেল কিকে জাল খুঁজে নিয়ে শেষ রাসেলের জয় নিশ্চিত করেন রাফায়েল।

১৩ ম্যাচে নবম জয় পাওয়া শেখ রাসেল ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া আরামবাগের পয়েন্ট ১৯।

দিনের অন্য ম্যাচে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-১ গোলে জিতে বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিংকে ২-০ গোলে হারায় আবাহনী। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিরোপাধারীরা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারানো চট্টগ্রাম আবাহনী ১৩ ম্যাচে চার জয় ও পাঁচ ড্রয়ে ১৭ পয়েন্ট পেয়েছে। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১৫।