হিগুয়াইনকে ধরে রাখতে চান চেলসি কোচ

গনসালো হিগুয়াইনকে ধরে রাখতে চান চেলসি কোচ মাওরিসিও সাররি। এই ইতালিয়ান কোচের বিশ্বাস, আর্জেন্টাইন ফরোয়ার্ড থাকলে আগামী মৌসুমে খুব ভালো করবে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 11:00 AM
Updated : 6 May 2019, 11:00 AM

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানের জয়ে দলের শেষ গোলটি করেন হিগুয়াইন। ইউভেন্তুস থেকে গত জানুয়ারিতে ধারে আসা এই স্ট্রাইকারের প্রিমিয়ার লিগে এটি পঞ্চম গোল।

হিগুয়াইনকে ধরে রাখার ইচ্ছা জানিয়ে সাররি বলেন, “সে যদি থাকে তাহলে আগামী মৌসুমে আমরা খুব ভালো করতে পারব।”

চুক্তিতে হিগুয়াইনকে তিন কোটি ৬০ লাখ ইউরো দিয়ে কিনে নেওয়ার সুযোগ আছে চেলসির। এক কোটি ৮০ লাখ ইউরো দিয়ে তার ধারের মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত বাড়াতেও পারবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

রিভার প্লেট, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস, নাপোলি ও এসি মিলানের হয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৩০ লিগ ম্যাচে ২৪২ গোল করেছেন হিগুয়াইন।

সাররির মতে, ইংল্যান্ডের তুলনামূলক বেশি শারীরিক ফুটবলে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে হিগুয়াইনের। তবে ক্লাব তাকে স্থায়ীভাবে দলে নিলে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড চেলসিতে সফল হবে।

“গনসালো হিগুয়াইনের ভবিষ্যৎ নিয়ে আমি জানি না। আপনার ক্লাবকে জিজ্ঞাসা করতে হবে। তবে একজন স্ট্রাইকারের এখানে খেলা সহজ নয় যখন আপনি স্পেন ও ইতালিতে খেলে অভ্যস্ত।”