বেলের রিয়াল ভবিষ্যৎ নিয়ে চুপ জিদান

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের দলে গ্যারেথ বেলের না থাকায় তার রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয় নিয়ে সরাসরি কিছু বলেননি দলটির কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 10:29 AM
Updated : 6 May 2019, 10:29 AM

গত রোববার লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারায় রিয়াল। চোটের কারণে করিম বেনজেমা আগে থেকে ছিটকে যাওয়ায় ধারণা করা হয়েছিল এ ম্যাচের দলে জায়গা পেতে পারেন বেল। কিন্তু তাকে ছাড়াই পরিকল্পনা সাজান জিদান।

গ্রীষ্মে বেলের রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ভিয়ারিয়াল ম্যাচের পর সে গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। তবে রিয়ালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বেলের ভবিষ্যৎ নিয়ে কৌশলী উত্তর দেন জিদান।

“আমিই কোচ। আমাকেই দলটা সাজাতে হয়। আপনারা যেভাবে খুশি এটার ব্যাখ্যা করতে পারেন। আমাকে একদল খেলোয়াড় বাছাইয়ের প্রয়োজন হয় এবং তা করতে গিয়ে কিছু বাদ পড়ে।”

রায়ো ভাইয়েকানোর কাছে ১-০ গোলের হারা ম্যাচের চেয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে দল ভালো খেলেছে বলেও মনে করেন জিদান।

“অন্য দিনের চেয়ে আমরা আরও বেশি ভালো খেলেছি এবং আমি এখন অনেক বেশি আনন্দ অনুভব করছি; খেলোয়াড়েরাও তাই অনুভব করছে।”