অ্যালবিওনের সঙ্গে ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা শেষ আর্সেনালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2019 11:33 PM BdST Updated: 06 May 2019 12:20 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর আর্সেনাল এবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ড্র করেছে। তাতে উনাই এমেরির দলের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা একরকম শেষই হয়ে গেছে।
Related Stories
এমিরেটস স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকালে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ডিসেম্বরে লিগে প্রথম দেখায় আর্সেনালকে একই স্কোরলাইনে রুখে দিয়েছিল ব্রাইটন।
গত তিন রাউন্ডে যথাক্রমে ক্রিস্টাল প্যালেস, উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও লেস্টার সিটির কাছে হারে লন্ডনের দলটি।
৩৭ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৬৭। ৩ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার। শেষ রাউন্ডে এমেরির শিষ্যরা জিতলে ও টটেনহ্যাম হারলে দুদলের পয়েন্ট হবে সমান ৭০। তবে এই মুহূর্তে গোল ব্যবধানে টটেনহ্যামের (২৮) চেয়ে অনেক পিছিয়ে আছে আর্সেনাল (২০)।
আগের ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা জোরালো করেছিল চেলসি। আর্সেনালের হোঁচটে মাওরিসিও সাররির দলের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত হয়ে গেছে।
জিততেই হবে-এমন সমীকরণে মাঠে নামা আর্সেনালের শুরুটা ভালোই হয়েছিল। ম্যাচের নবম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের স্পট কিকে এগিয়ে যায় তারা। ডি-বক্সে নাচো মনরিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

৬১তম মিনিটে ব্রাইটনের সমতাসূচক গোলটিও আসে স্পট কিকে। আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা ডি-বক্সে গ্লেন মারেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পট কিক নেন ইংলিশ ফরোয়ার্ড মারে।
ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্সেনাল।
লিগে শীর্ষ চারে থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেলেও ইউরোপা লিগ জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সুযোগ আছে দলটির। সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে আছে আর্সেনাল।
শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারানো লিভারপুল ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯২।
হাডার্সফিল্ড টাউনের মাঠে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেডেরও শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা শেষ হয়ে গেছে। ৬৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি