টটেনহ্যামকে টপকে তিনে চেলসি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2019 09:22 PM BdST Updated: 06 May 2019 12:21 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে চেলসি। ঘরের মাঠে ওয়াটফোর্ডকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে মাওরিসিও সাররির দল।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ৩-০ গোলে জিতে চেলসি। গত ডিসেম্বরে লিগের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।
দারুণ এই জয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা জোরালো করল মাওরিসিও সাররির দল।
ম্যাচের দশম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতে। বিরতির আগে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ৪৮তম মিনিটে ডান প্রান্ত দিয়ে এদেন আজারের করা ক্রসে রুবেন লোফ্টাস-চিকের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। ৫১তম মিনিটে আজারের কর্নারে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন দাভিদ লুইস।
৭৫তম মিনিটে দারুণ এক গোলে দলের বড় জয় নিশ্চিত করেন গনসালো হিগুয়াইন। পেদ্রোর থ্রু পাস পেয়ে কোনাকুনি শটে দুরূহ কোণ থেকে বল জালে জড়ান জানুয়ারিতে চেলসিতে যোগ দেওয়া আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
এই জয়ে টটেনহ্যাম হটস্পারকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে চেলসি। ৩৭ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে চেলসির সংগ্রহ ৭১ পয়েন্ট। শনিবার বোর্নমাউথের কাছে ১-০ গোলে হারা টটেনহ্যাম ৭০ পয়েন্ট নিয়ে নেমে গেছে চারে।
আরেক ম্যাচে হাডার্সফিল্ড টাউনের মাঠে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা শেষ হয়ে গেছে। ৬৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
৩৭ ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারানো লিভারপুল। ৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন