লিগ শিরোপা জয়ের পর ইউভেন্তুসের ‘উদ্যমে ভাটা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2019 01:52 PM BdST Updated: 04 May 2019 01:52 PM BdST
পাঁচ ম্যাচ হাতে রেখে সেরি আয় শিরোপা উৎসব করা ইউভেন্তুস প্রতিযোগিতায় নিজেদের শেষ দুই ম্যাচেই পয়েন্ট খুইয়েছে। শিরোপা জয়ের পর দলের উদ্যমে ঘাটতির কথা মানছেন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
শুক্রবার ঘরের মাঠে তোরিনোর সঙ্গে ১-১ ড্র করে টানা আটবারের চ্যাম্পিয়নরা। বিরতির আগেই পিছিয়ে পড়া স্বাগতিকদের ৮৪তম মিনিটে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো।
২০ এপ্রিল ফিওরেন্তিনার বিপক্ষে জয়ে শিরোপা ঘরে তোলার পর লিগে আর জয়ের মুখ দেখেনি আল্লেগ্রির দল। গত শনিবার ইন্টার মিলানের সঙ্গেও ১-১ ড্র করে তারা।
অবশ্য এখনও পয়েন্ট তালিকার দুইয়ে থাকা নাপোলির চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে আছে ইউভেন্তুস। তোরিনোর বিপক্ষে দল আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছে বলে ক্লাবের ওয়েবসাইটে দাবি করেন আল্লেগ্রি।
“পরিষ্কারভাবেই একবার যখন আপনি লিগ শিরোপা জিতে যাবেন, উদ্যমটা একটু কমে যায়। আর অনুপ্রেরণা খুঁজে পাওয়াটা কঠিন হয়।”
“কিন্তু সান সিরোর তুলনায় আমরা ভালো শুরু করলাম এবং প্রথমার্ধে আমরা যদি ঐ গোলটা হজম না করতাম, এটা অন্যরকম একটা ম্যাচ হতে পারত।”
“এটা ভালো একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে গোল হজম করার সঙ্গে আমরা হাল ছেড়ে দিলাম, ... দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করলাম।”
“লিওনার্দো স্পিনাস্সোলা দাপটের সঙ্গে ম্যাচ শেষ করল, ক্রিস্তিয়ানো রোনালদো একটা ভালো গোল করল, সবাই ভালো খেলল।”
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)