সেল্তার মাঠে নতুন চেহারায় বার্সা

লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে নিয়মিত একাদশের ৮ জনকে বিশ্রাম দিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। অবশ্য প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না বলে দাবি করেছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2019, 06:36 AM
Updated : 4 May 2019, 06:36 AM

শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে প্রতিপক্ষের মাঠে খেলবে কাতালান ক্লাবটি। এরই মধ্যে প্রতিযোগিতার চলতি আসরের শিরোপা ঘরে তুলেছে তারা।

চলতি মৌসুমে আরও দুই শিরোপা জয়ের হাতছানি রয়েছে বার্সেলোনার সামনে। আরেক ঘরোয়া টুর্নামেন্ট কোপা দেল রের ফাইনালে এ মাসের ২৫ তারিখে ভালেন্সিয়ার মুখোমুখি হবে ভালভেরদের দল। আর আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষ চারের ফিরতি পর্ব খেলবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।

সেল্তার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জেরার্দ পিকে, জর্দি আলবা, ইভান রাকিতিচ, সের্হি রবের্তো, সের্হিও বুসকেতস ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন বিশ্রাম পাচ্ছেন। টের স্টেগেনের জায়গায় গোলপোস্টের নিচে থাকবেন ইয়াসপের সিলেসেন। আর্তুরো ভিদাল, ফিলিপে কৌতিনিয়ো, উসমান দেম্বেলেরাও শুরুর একাদশে থাকবেন বলেই ধরা হচ্ছে।

ব্যস্ত সূচির জন্য খেলোয়াড়দের এই বিশ্রাম প্রয়োজন ছিল বলে জানান ভালভেরদে।

“আমরা এই ম্যাচকে অন্য সব ম্যাচের মতোই বিবেচনা করছি। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। ... আমরা দলে পরিবর্তন এনেছি কারণ এটা প্রয়োজন।”

“এটা পরিষ্কার যে আমরা ভালো ফল পেলাম (চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের জয়)। কিন্তু সেমি-ফাইনালের লড়াই এখনও শেষ হয়নি।”

“আমরা এটা জানি কারণ আমরা নিয়মিত লিভারপুলের খেলা দেখি। তারা কি করতে পারে তা আমাদের জানা আছে। যদিও লিভারপুলকে নিয়ে চিন্তা করার সময় পরে পাওয়া যাবে, ... এখন আমাদের সেল্তার বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হবে।”

গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠ কাম্প নউয়ে মৌসুমের প্রথম দেখায় সেল্তাকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।