বার্সার কাছে হার ভুলে লিগে ঘুরে দাঁড়াতে চান মিলনার

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হারলেও ঘুরে দাঁড়ানোর আশা আছে লিভারপুলের। দলটি লড়াইয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়েরও। চ্যাম্পিয়ন্স লিগের হার লিগে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার জেমস মিলনারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 11:18 AM
Updated : 3 May 2019, 11:18 AM

বুধবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে লিভারপুল। হারের ধাক্কা সামলে উঠতে খুব বেশি সময় পাচ্ছে না ইয়ুর্গেন ক্লপের দল। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে লিভারপুল। শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচে জিতে সিটির হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাদের। এই ম্যাচের আগে সতীর্থদের ওপর ভরসা রাখছেন মিলনার। নিউক্যাসলের মাঠে ভালো করতে আত্মবিশ্বাসী তিনি।

“আমি মনে করি, খুব অল্প সময়ের মধ্যে পর পর ম্যাচ খেলতে আমরা অভ্যস্ত। গত কয়েক বছরের মধ্যে একাধিকবার আমরা এই দলের মধ্যে চারিত্রিক দৃঢ়তা দেখেছি।”

“আমাদের একসঙ্গে থাকা এবং ঘুরে দাঁড়ানো দরকার। আমার কোনো সন্দেহ নেই যে এই দল সেটা করবে।”

আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি পর্বে বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল। তাদের বড় প্রেরণা হতে পারে রোমা। গত মৌসুমে প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে কাম্প নউয়ে ৪-১ গোলে হেরেছিল ইতালির দলটি। কিন্তু ঘরের মাঠে ফিরতি লেগে ৩-০ গোলের জয়ে শেষ চারে পা রাখে তারা। তাই বিশ্বাস হারাচ্ছেন না মিলনারও।

“অবশ্যই এটা সম্ভব। যদি যে কোনো যায়গায় এটা সম্ভব হয়, তাহলে অ্যানফিল্ডেও এটা সম্ভব।”