কৌতিনিয়োকে দুয়ো দেওয়ায় সমর্থকদের সমালোচনায় মেসি

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে নিজ ক্লাবের সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার হওয়া বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। সতীর্থকে দুয়ো দেওয়ার ঘটনায় সমর্থকদের সমালোচনা করেছেন অধিনায়ক। আহ্বান জানিয়েছেন মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 08:53 AM
Updated : 2 May 2019, 08:53 AM

বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। দ্বিতীয়ার্ধের দুই গোলে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবলে বার্সেলোনাকে চেপে ধরে লিভারপুল। পরিস্থিতি সামাল দিতে কৌতিনিয়োর জায়গায় ডিফেন্ডার নেলসন সেমেদোকে নামান বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। ২৬ বছর বয়সী কৌতিনিয়ো মাঠ ছাড়ার সময়ে তাকে দুয়ো দেয় সমর্থকরা। ম্যাচের পর দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন ৩১ বছর বয়সী মেসি।

“মৌসুমের ফল নির্ধারণী পর্যায়ে আমরা রয়েছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের এখন বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।”

“আমি মৌসুমের শুরুতেই এ কথা বলেছিলাম। কারও সমালোচনা করার সময় এটা নয়।”

“আমাদের একে অপরকে সমর্থন করতে হবে এবং মৌসুমের বাকিটা সময় একসঙ্গে থাকতে হবে। একজন খেলোয়াড়কে যখন তুলে নেওয়া হয়, তখন তার সঙ্গে এমন আচরণ করাটা জঘন্য ব্যাপার।”