হাল ছাড়তে নারাজ লিভারপুল কোচ

শেষ চারের প্রথম লেগে বার্সেলোনার মাঠে বড় হারের পর টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোটা কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে হাল ছাড়তে রাজি নন এই জার্মান। প্রতিপক্ষের মাঠে দলের আক্রমণাত্মক ফুটবলে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 08:28 AM
Updated : 2 May 2019, 08:28 AM

বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। দ্বিতীয়ার্ধের দুই গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এরপরও শিষ্যদের খেলায় নিজের সন্তুষ্টির কথা জানান ক্লপ।

“আমরা যা পেলাম, এর চেয়ে আরও অনেক বেশি আমাদের প্রাপ্য ছিল কিনা আমি নিশ্চিত নই। আমরা সত্যি দারুণ একটা ম্যাচ খেললাম, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনটা গোল করল এবং আমরা একটাও করতে পারলাম না। এটা আমাদের মানতেই হবে।”

“একজন কোচ হিসেবে, কিভাবে আমরা খেললাম সেটাই আমি মূল্যায়ন করি। আমি পুরোপুরি খুশি এবং ছেলেদের জন্য গর্বিত।”

“আমি মনে করি, এটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলা সেরা ম্যাচ। শুধু এই বছরে নয় একই সঙ্গে গত বছর ধরলেও। এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে, এ ধরনের ফুটবল খেলায় আমি পুরোপুরি খুশি ছিলাম।”

ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়তে চান না ক্লপ।

“কারণ এটা ফুটবল, … কিন্তু আমি এভাবে বলতে চাই যে এই ম্যাচের আগে আমাদের আরও ভালো সুযোগ ছিল।”

“এটা কঠিন হবে কারণ প্রতিপক্ষ বার্সেলোনা। তারা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলতে পারে যা আমাদের খুব বেশি সাহায্য করবে না।”

“এটা ফুটবল আর সে কারণেই আমাদের এখনও চেষ্টা করা উচিত”।

৭ মে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে শেষ চারের ফিরতি পর্ব।