‘মেসি অপ্রতিরোধ্য’

প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো এক ফ্রি-কিকে লিওনেল মেসি জাল খুঁজে নেওয়ায় বিস্মিত নন প্রতিপক্ষ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। এসব মুহূর্তে বার্সেলোনা অধিনায়ক অপ্রতিরোধ্য বলে মনে করেন তিনি। আর দলের প্রয়োজনে আর্জেন্টাইন ফরোয়ার্ড সবসময় এভাবেই জ্বলে ওঠেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 07:21 AM
Updated : 2 May 2019, 07:21 AM

বুধবার কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সাত মিনিট পর দারুণ ঐ ফ্রি-কিকে ক্লাব ক্যারিয়ারে নিজের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৩১ বছর বয়সী মেসি এমন কিছু করতে পারেন, এ ধারণা আগেই ছিল বলে ম্যাচের পর জানান ক্লপ।

“আমি আগেই জানতাম লিওনেল মেসি বিশ্বমানের খেলোয়াড়। আর এখন সেটা আমি আবারও দেখলাম। আমি বিস্মিত নই।”

“ঐসব মুহূর্তে সে অপ্রতিরোধ্য, কি দারুণ একটা গোল!”

কিভাবে সবসময় মেসি এমন চমক উপহার দেন তা জানেন না বলে জানিয়েছেন ভালভেরদে।

“মেসি সবসময় আপনাকে চমকে দেবে। আমি জানি না কিভাবে সে এটা করে। যখন আমাদের দরকার ঠিক তখনই সে এটা করে।”

৭ মে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে শেষ চারের ফিরতি পর্ব।