মেসি আত্মবিশ্বাস যোগায় রাকিতিচদের

লিওনেল মেসির নেতৃত্ব বার্সেলোনার অন্য খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সাফল্য দলের সবাইকে এক করে তোলে বলে জানিয়েছেন ক্রোয়াট এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 11:12 AM
Updated : 1 May 2019, 11:12 AM

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠ কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে খেলবে বার্সেলোনা। ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।

লিভারপুলকে কঠিন প্রতিপক্ষ মানছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। তবে মেসির নেতৃত্বে ভালো ফল পেতে আশাবাদী রাকিতিচ।

“যখনই আমাদের অধিনায়ক কিছু বলেন দলের বাকিরা তাকে অনুসরণ করতে প্রস্তুত থাকে। লিও গত ১৫ বছরে ১০ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। অপার আনন্দের সঙ্গে যেভাবে সে ট্রফিটা উঁচিয়ে ধরে সেটা দেখাটা সবাইকে এক করে তোলে।”

“ইতিহাসের সেরা খেলোয়াড়কে অনুসরণ করতে পারাটা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস জোগায়।”

“যেটা বোঝা দরকার তা হলো লিও আমাদের চেয়ে এগিয়ে এবং আমরা তাকে অনুসরণ করি।”