‘মরিয়া’ মেসিকে হুমকি মানছেন ক্লপ

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে মরিয়া লিওনেল মেসিকে হুমকি বলে মনে করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 10:03 AM
Updated : 1 May 2019, 10:03 AM

বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত বছরের অগাস্টে ক্লাবের ইতিহাসে ষষ্ঠবারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান মেসি। গত মৌসুমে ঘরোয়া দুই প্রতিযোগিতা লা লিগা ও কোপা দেল রের শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে এরনেস্তো ভালভেরদের দলকে থামতে হয়েছিল কোয়ার্টার-ফাইনালে। তার আগের দুই মৌসুমেও ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটেই থেমেছিল কাতালান ক্লাবটি।

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে লিভারপুল। ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ডটা বেশ ভালো মেসির। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ৩২ ম্যাচে করেছেন ২৪ গোল। প্রতিযোগিতার চলতি আসরে ১০ গোল করে গোলদাতার তালিকায় সবার উপরে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। শেষ চারে দারুণ ছন্দে থাকা মেসি বাধা পার হয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে পৌঁছাতে চান ক্লপ।

“মৌসুম শুরুর আগে মেসি বলেছিল যে তারা এই শিরোপা ফেরত আনতে চায়। সেটা এরই মধ্যে আমার কাছে হুমকির মতো ঠেকেছে! এখন আমরা এখানে, আমরাও ফাইনালে পৌঁছাতে চাই।”