বার্সার মাঠে ড্রতেও চলবে লিভারপুল কোচের

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সেলোনার বিপক্ষে সুযোগ কাজে লাগাতে চান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে যে ভুগতে হবে তা মেনে নিচ্ছেন তিনি। প্রতিপক্ষের মাঠে ড্র করতে পারলেই ভালো ফল হবে বলে মনে করেছেন জার্মান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 09:11 AM
Updated : 1 May 2019, 09:11 AM

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে লিভারপুল। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।

প্রতিপক্ষকে সমীহ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন বলে সংবাদ সম্মেলনে জানান ক্লপ।

“আমরা গত বছর শিরোপার লড়াইয়ে ছিলাম, কিন্তু তারা প্রায় ২০ বছর ধরে এই লড়াইয়ে আছে।”

“এটা খুব কঠিন হবে। কিন্তু সুযোগটা পেয়ে আমি খুব রোমাঞ্চিত।”

লিভারপুল ও বার্সেলোনা দুটি ক্লাবই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে সমান পাঁচবার করে। পাঁচ শিরোপার চারটিই বার্সেলোনা জিতেছে গত ১৩ বছরে। অন্যদিকে ১৯৮৪ সালের পর ২০০৫ সালে একবারই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে লিভারপুল।

গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের আগের মৌসুমে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতাই অর্জন করতে পারেনি ইংলিশ ক্লাবটি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শেষ ৩১ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। বাস্তবতা তাই মেনে নিচ্ছেন ক্লপ।

“আমরা কি নিখুঁত খেলতে পারব? সেটা অসম্ভব। আমরা কি ভুল করব? হ্যাঁ, করব। আমরা কি ভুগব? অবশ্যই, শতভাগ।”

“আমরা সুযোগ পাব, সেখানে কি এমন মুহূর্ত আসবে না? হ্যাঁ, ১০০%। আমি আশা করি, আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারব – সেটাই আমরা করার চেষ্টা করব।”

“আমি বলব যে ড্র দুনিয়ায় সবচেয়ে বাজে ফল নয়, এমন নয় যে আমরা ড্রয়ের জন্য যাব। কিন্তু ড্র হলে আমাদের চলবে।”