সাংবাদিকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা স্টার্লিং

ফুটবল লেখক ও সাংবাদিকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 11:50 AM
Updated : 29 April 2019, 11:50 AM

সোমবার ৬২ শতাংশ ভোট পেয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তিনি পেছনে ফেলেছেন দ্বিতীয় হওয়া লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইককে। তৃতীয় হয়েছেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

আগের দিন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৮-১৯ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন স্টার্লিং। খেলোয়াড়দের ভোটে বর্ষসেরার লড়াইয়ে ভন ডাইকের পেছনে থেকে দ্বিতীয় হন তিনি।

১৯৬৯ সালের পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন স্টার্লিং। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও ৫ গোল।