রিয়ালের পারফরম্যান্সে ক্ষুব্ধ জিদান

লা লিগায় অবনমন অঞ্চলে থাকা রায়ো ভাইয়েকানোর কাছে হারের দায় নিজের কাঁধে নিলেও দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ থাকার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 10:46 AM
Updated : 29 April 2019, 10:58 AM

প্রতিপক্ষের মাঠে রোববার ১-০ গোলে হারে রিয়াল। চলতি লিগে এটি তাদের দশম হার।

এই হারের পর লিগে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে আছে তিনে থাকা রিয়াল। এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে শীর্ষে থাকা বার্সেলোনা।

ভাইয়েকানোর বিপক্ষে কোনো কিছুই ঠিকমতো হয়নি বলে মনে করেন জিদান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের সামগ্রিক ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।

“আমরা গোল করতে ব্যর্থ হলাম, কিন্তু এটাই একমাত্র বিষয় ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিভাগেই আমরা কিছু করতে পারলাম না।”

“কখনও কখনও গোল করাটা অসম্ভব হয়, কিন্তু তখনও আপনি সুযোগ সৃষ্টি করতে পারেন। আজ রাতে (রোববার) আমরা খেলতেই পারিনি।”

“আমি ক্ষুব্ধ। আমরা খুব খারাপ খেললাম এবং এর জন্য শুধু খেলোয়াড়রা নয় আমিও দায়ী। নিজেদের পারফরম্যান্সের জন্য আমাদের অনুতপ্ত হতে হবে।”

লিগে ৩৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট ।