ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে এগোল চেলসি, পেছাল ম্যানইউ

হুয়ান মাতার গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলরক্ষক দাভিদ দে হেয়ার ভুলে ঘুরে দাঁড়াল চেলসি। শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। আর তাতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল চেলসি, পেছাল ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 05:43 PM
Updated : 28 April 2019, 06:03 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার দুই দলের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফেরায় লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রেখেছে চেলসি। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাওরিসিও সাররির দল।

নিজেদের মাঠে পয়েন্ট হারিয়ে ইউনাইটেডের জন্য শীর্ষ চারে থাকাটা আরও দুরূহ হয়ে পড়ল। লিগের দুই রাউন্ড বাকি থাকতে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে উলে গুনার সুলশারের দল।

একাদশ মিনিটে গোছাল এক আক্রমণ থেকে এগিয়ে যায় ইউনাইটেড। রোমেলু লুকাকুর চিপ ধরে লুক শ বাইলাইন থেকে কাটব্যাক করার পর নিখুঁত শটে সাবেক ক্লাবের জাল খুঁজে নেন মাতা।

২৭তম মিনিটে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি ইউনাইটেডের মার্কাস র‌্যাশফোর্ড।

চেলসি শিবিরে সমতার স্বস্তি ফেরে ৪৩তম মিনিটে। আন্টোনিও রুডিগারের দূরপাল্লার শট দে হেয়া ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর দ্রুত দৌড়ে গিয়ে আলোনসোর নেওয়া শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অবশ্য গনসালো হিগুয়াইনের প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দলকে রক্ষা করেন দে হেয়া।

রোববার আগের ম্যাচে সের্হিও আগুয়েরোর গোলে বার্নলির মাঠে থেকে ১-০ ব্যবধানের জয়ে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে ৯২ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৭০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার তৃতীয় স্থানে আছে।

দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটির মাঠে ৩-০ গোলে হারলেও আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা টিকে আছে। লিগে টানা তিন হারের স্বাদ পাওয়া উনাই এমেরির দল ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।