লিগে আর্সেনালের টানা তৃতীয় হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2019 07:11 PM BdST Updated: 28 Apr 2019 07:15 PM BdST
ক্রিস্টাল প্যালেস ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এবারে লেস্টার সিটির কাছে হেরেছে আর্সেনাল। টানা তৃতীয় হারে সেরা চারে থেকে লিগ শেষ করা বেশ কঠিন হয়ে গেল উনাই এমেরির শিষ্যদের।
রোববার লেস্টারের মাঠে স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ৩-০ গোলে হারে আর্সেনাল।
৩৬তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার এইন্সলে মেইটল্যান্ড-নাইলস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। এরপর থেকে অতিথিদের চেপে ধরে লেস্টার। বিরতির আগে বেশ কয়েকটি আক্রমণ করলেও আর্সেনালের জার্মান গোলরক্ষক বার্নড লেনোর দৃঢ়তায় গোলের দেখা পায় নি ব্রেন্ডন রজার্সের দল।
৫৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। জেমস ম্যাডিসনের ক্রস থেকে পাওয়া বল হেড করে জালে জড়ান বেলজিয়ান ফরোয়ার্ড ইউরি টিলেমানস।
৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। গোলরক্ষক কাসপের স্মাইকেলের লম্বা করে বাড়ানো বল ধরে অফ সাইডের ফাঁদ ভেঙ্গে এগিয়ে থাকা লেনোর মাথার উপর দিয়ে চিপ করেন ইংলিশ ফরোয়ার্ড। ক্রস বারে লেগে ফিরে আসা বল হেডে জড়ান জালে। যোগ করা সময়ে আরও এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভার্ডি। চলতি লিগে এ নিয়ে ১৮টি গোল করলেন তিনি।
৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল আর্সেনাল। ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এক ম্যাচ কম খেলা চেলসি। লিগে ১৫তম জয়ের দেখা পাওয়া লেস্টার ৫১ পয়েন্ট নিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম