রোনালদোর গোলে চ্যাম্পিয়ন ইউভেন্তুসের রক্ষা

দারুণ আক্রমণাত্মক খেলে শুরুতে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। সেরি আর শিরোপা আগেই ঘরে তোলা ইউভেন্তুস ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 08:30 PM
Updated : 27 April 2019, 09:00 PM

সান সিরোতে শনিবার রাতের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ৩৪ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে ৮৮ পয়েন্ট ইউভেন্তুসের। ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার।

শুরু থেকে ইউভেন্তুসের রক্ষণে চাপ দেওয়া ইন্টার এগিয়ে যায় সপ্তম মিনিটে। কর্নারের পর সতীর্থের বাড়ানো বলে ৩০ গজ দূর থেকে নাইনগোলানের দারুণ ভলি গোলরক্ষকের হাত ছুঁয়ে জাল খুঁজে নেয়।

দ্বাদশ মিনিটে মাউরো ইকার্দির শট কর্নারের বিনিময়ে ফেরান ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। পরের মিনিটে পলিতানোর প্রচেষ্টাও রুখে দেন তিনি।

প্রথমার্ধে ইউভেন্তুস প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। ১৯তম মিনিটে ফেদেরিকো বের্নার্দেস্কির শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩১তম মিনিটে রোনালদোর শটও উড়ে যায় একইভাবে।

৬২তম মিনিটে সমতার স্বস্তি ফিরে ইউভেন্তুস শিবিরে। মিরালেম পিয়ানিচের ব্যাকহিলে রোনালদোর বাঁ পায়ের শট কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। এর একটু আগেই পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরেছিল।

চলতি সেরি আয় রোনালদোর এটি ২০তম গোল। ক্লাব ফুটবলে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মোট গোল হলো ৬০০টি।

আট মিনিট পর সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ইভান পেরিসিচের নেওয়া শট ফিস্ট করে বিপদমুক্ত করেন ইউভেন্তুস গোলরক্ষক। ৭৭তম মিনিটে পিয়ানিচের ভলি সোজা যায় ইন্টার গোলরক্ষকের গ্লাভসে। বাকিটা সময়ে কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।