চোট পেয়ে বার্সার বিপক্ষে অনিশ্চিত ফিরমিনো

মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছেন লিভারপুলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 12:32 PM
Updated : 27 April 2019, 12:32 PM

সম্প্রতি অনুশীলনের সময়ে চোট পান ফিরমিনো। এজন্য শুক্রবার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে লিগ ম্যাচে ৫-০ গোলে লিভারপুলের জয়ের ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের এই ফুটবলার।

ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় আগামী বুধবার শেষ আটের প্রথম লেগে বার্সেলোনার মাঠে খেলবে লিভারপুল। অ্যানফিল্ডে ফিরতি পর্ব হবে ৭ মে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আক্রমণভাগের অন্যতম ভরসা ফিরমিনোর চোট নিয়ে সুস্পষ্ট ধারণা নেই কোচ ইয়ুর্গেন ক্লপের।

“আমি অনুশীলনের সময় এটা দেখিনি। অবশ্যই এটা ঘটেছিল অনুশীলনের একদম শেষ দিকে। সে পেশিতে কিছুটা অস্বস্তি বোধ করেছিল।”

ফিরমিনোর চোট অবশ্য গুরুতর নয় বলে জানিয়েছেন ক্লপ। পেশি সামান্য ছিঁড়ে যাওয়ার বিষয়টি পরীক্ষায় ধরা পড়েছে।

“হয়তো সে বুধবারের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমরা এই মূহুর্তে নিশ্চিত করে জানি না।”